bangla shayari | বাংলা শায়েরী 2 লাইনে | बंगला शायरी हिंदी

bangla shayari  | বাংলা শায়েরী 2 লাইনে | बंगला शायरी हिंदी

Tumi ki sottie amake vule gacho
naki ata tomar obhinoy
tumi ki sottie amake kono dino valobesechile
naki sudhu mitthe valobasar sopno dekhiye chile

তুমি কি সত্যি আমাকে ভুলে গেছো
নাকি এটা তোমার অভিনয়
তুমি কি সত্যি আমাকে কোনো দিনো ভালোবেসেছিলে
নাকি মিথ্যে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে ছিলে
________________________________

তোমায় নিয়ে স্বপ্ন আমার
তোমায় নিয়ে যত আশা
তোমাকে দিলাম আমার
হৃদয় ভরা ভালোবাসা।
________________________________

Love shayari bengali

একা একা সারাহ্মন পথ
চেয়ে থাকি,
কল্পনাতে শুধু তারি
ছবি আঁকি।
________________________________

প্রয়োজন কমে গেলে
কমে যায় ফোন
জিজ্ঞাস করলে বলে সে
নাকি ভীষণ ব্যাস্ত এখন।
________________________________

Somoyer sathe sathe sob kichu palte jay
aaj amio palte gechi
Somoy sobai ke paltate jete baddho kore
aaj somoy amakeo baddho koreche nijeke paltate

সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যায়
আজ আমিও পাল্টে গেছি
সময় সবাই কে পাল্টে যেতে বাধ্য করে
আজ সময় আমাকেও বাধ্য করেছে নিজেকে পাল্টাতে
________________________________

Bangla shayari sad

স্বপ্ন গুলো দিলাম তাতে
আরো দিলাম আশা
মনের মত সাজিয়ে নিও
আমার ভালোবাসা।
________________________________

অন্য কাউকে পায়নি বলে
তোমাকে ভালোবাসি এমনটা নয়,
তোমাকে ভালোবাসি বলেই
অন্য কাউকে পেতে চাই না
________________________________

হারিয়ে যাই ভাবনার সাগরে
তোমায় ভেবে ভেবে।
মনের ঘরে স্বপ্ন সাজাই
তোমায় নিয়ে ঘেরে।
________________________________

Bangla shayari attitude

ভালোবাসা শুধুমাত্র একটা শব্দ!
যতক্ষণ না কোনো স্পেশাল একজন
মানুষ আপনার জীবনে এসে
এটার মানে বুঝিয়ে দেয়

________________________________

Amar ki vul chilo akbar amay bolbe
jar jonno ato boro sasti dichcho amake
aaj o tumi chinte parle na nijeke
tobe amake tumi ki kore chinbe

আমার কি ভুল ছিলো একবার আমায় বলবে
যার জন্য এতো বড়ো শাস্তি দিচ্ছ আমাকে
আজ ও তুমি চিনতে পারলে না নিজেকে
তবে আমাকে তুমি কি করে চিনবে
________________________________

Sad bangla shayari text

যত্ন করে লিখলাম বন্ধু মন দিয়ে পড়ো
পড়ার পরে হৃদয় দিয়ে আমায় মনে করো
তোমার কাছে কে প্রিয় জানিনাতো আমি
কিন্তু আমার কাছে সবার চেয়ে প্রিয় বন্ধু শুধু তুমি ৷
________________________________

মেঘলা আকাশ একলা আমি
একলা আমি একলা আমার মন
ভাবছি কবে তুমি হবে আমার আপনজন
________________________________

পাখি নয় যে উড়ে যাবো
সূর্য নয় যে ডুবে যাবো
প্রদীপ নয় যে নিভে যাবো
আমি তোমার বন্ধু
তাই চিরদিন পাশে রব।
________________________________

Bangla shayari text

Ke boleche chelera kade na
ke boleche chelera kosto pay na
manus boltei sobar kosto hoy
sei kostote sobai kade
amio to akta manus

কে বলেছে ছেলেরা কাঁদে না
কে বলেছে ছেলেরা কষ্ট পায় না
মানুষ বলতেই সবার কষ্ট হয়
সেই কষ্টে সবাই কাঁদে
আমিও তো একটা মানুষ
________________________________

তোর মন খারাপের রাতে
যখন একলা আকাশ দেখিস।
খুব কাছেই আছি আমি
ইচ্ছে হলেই ডাকি
________________________________

প্রতিক্ষণে পড়ে মনে
শুধু তোমার কথা,
তোমার জন্য আমার
মনে এতো ব্যাকুলতা।
________________________________

ছোট ছোট বাংলা শায়েরী

jibone sujog tarai pay
jara sujog er mane ta bojhe
tara ki kore sujog pabe
jara sujog er mane tai bojhe na

জীবনে সুযোগ তারাই পায়
যারা সুযোগ এর মানেটা বোঝে
তারা কি করে সুযোগ পাবে
যারা সুযোগ এর মানেটাই বোঝে না
________________________________

কেমন করে চাইলে তোমায়
নিজের করে পাবো?
আমার মতো তুমিও কি
সেই একই কথা ভাবো
________________________________

বাংলা শায়েরী 4 লাইনে sad

ছায়ার মত থাকবো আমি,
শুধু তার পাশে।
যদি সে আমায়
সত্যি ভালোবাসে।
________________________________

তুমি আমার স্বপ্ন ওগো
তুমি আমার আশা
তুমি আমার এই জীবনে
প্রথম ভালবাসা
________________________________

Ajker notun jibone sob kichui notun
purono sob smriti vule gechi
aaj vule gechi tomake
khuje peyechi notun kore nijeke

আজকের নতুন জীবনে সব কিছুই নতুন
পুরোনো সব স্মৃতি ভুলে গেছি
আজ ভুলে গেছি তোমাকে
খুঁজে পেয়েছি নতুন করে নিজেকে

Post a Comment

Previous Post Next Post