bangla sad shayari | बांगला सेड शायरी

Shayri Ki Dayri
0

bangla sad shayari love image download

bangla sad shayari | बांगला सेड शायरी

একদিন আমাকে বুঝবে তুমি
সেদিন আর আমি থাকবো না
একদিন আমাকে খুঁজবে তুমি
সেদিন আর আমাকে কাছে পাবে না  
‿︵‿︵‿︵‿︵‿︵‿︵‿️‿︵‿︵‿︵‿︵‿︵‿

কমেডি সাইরি বাংলা

তুমি অন্য কারো জেনেও তোমার কাছে আসি
কারন আজও তোমায় ভালোবাসি। 
‿︵‿︵‿︵‿︵‿︵‿︵‿️‿︵‿︵‿︵‿︵‿︵‿

তোমার আলতো অভিযোগে যে চোখের জল ফেলে
বুঝে নিও সেই তোমায় সবচেয়ে বেশি ভালোবাসে। 
‿︵‿︵‿︵‿︵‿︵‿︵‿️‿︵‿︵‿︵‿︵‿︵‿

বাংলা শায়েরী ভালো ভালো

পুড়ছি আজও কয়লা হয়ে
জ্বলছে শুধু মন
ভালোবেসে যাব তবু তোমায় আজীবন। 
‿︵‿︵‿︵‿︵‿︵‿︵‿️‿︵‿︵‿︵‿︵‿︵‿

দুক্ষের এই জীবনে
দুক্ষ আমার সাথী
দুক্ষকে ভাগ করে নিতে
হলো না কেউ রাজি 
‿︵‿︵‿︵‿︵‿︵‿︵‿️‿︵‿︵‿︵‿︵‿︵‿

বাংলা দুঃখের শায়েরী ডাউনলোড

সুখ এমন একটা এপস
যা সবার লাইফ এ ইন্সটল হয় না 
‿︵‿︵‿︵‿︵‿︵‿︵‿️‿︵‿︵‿︵‿︵‿︵‿

এসেছি একা যাবো একা
কতো দিন কেটে গেলো
পেলাম না তোমার দেখা
এই জীবনের ট্রাফিক জ্যামে
আমি বড়ো একা 
‿︵‿︵‿︵‿︵‿︵‿︵‿️‿︵‿︵‿︵‿︵‿︵‿

বাংলা শায়েরী ছবি

ভাবতে তোমার কথা
পেয়েছি কতো ব্যাথা
মনেতে ছিলো আমার
কতো যে জন্তানা 
‿︵‿︵‿︵‿︵‿︵‿︵‿️‿︵‿︵‿︵‿︵‿︵‿

অনেক কম সময়ে অনেকটা ভালোবেসেছিলাম
তাই হয়ত খুব অল্প সময়েই অনেকটা কাঁদতে হচ্ছে।।
‿︵‿︵‿︵‿︵‿︵‿︵‿️‿︵‿︵‿︵‿︵‿︵‿

sad shayari😭

সুখে ছিলাম ভালোই ছিলাম
যখন ছিলাম একা
চলে যখন যাবেই তুমি
দিয়েছিলে কেন দেখা 
‿︵‿︵‿︵‿︵‿︵‿︵‿️‿︵‿︵‿︵‿︵‿︵‿

ভালোবাসার মানুষ কে চোখ দিয়ে নয়
হৃদয় দিয়ে অনুভব করতে হয়।।
‿︵‿︵‿︵‿︵‿︵‿︵‿️‿︵‿︵‿︵‿︵‿︵‿

বাংলা শায়েরী লেখা copy

“কৃষ্ণচূড়া রাধাচূড়া আমি অনেক দেখেছি । সব ভুলেছি যেদিন তােমার প্রেমে মজেছি।”
‿︵‿︵‿︵‿︵‿︵‿︵‿️‿︵‿︵‿︵‿︵‿︵‿

“তােমারি লাগিয়া বসিয়া বসিয়া কাদি যে অনুক্ষণ নাই বা দিলে দেখা তুমি SMS দিতে পারনি কি এতক্ষণ ?”
‿︵‿︵‿︵‿︵‿︵‿︵‿️‿︵‿︵‿︵‿︵‿︵‿

বাংলা শায়েরী 4 লাইনে attitude

“যায় রূপসী একাকিনী নেই কো কেউ যে সাথে। পায়ে নুপুর, নীলাম্বরী, বনফুল তার সাথে।”
‿︵‿︵‿︵‿︵‿︵‿︵‿️‿︵‿︵‿︵‿︵‿︵‿

“এসে গেল রাসের মেলা মােরা যাব দুজনাতে। একটি কোণে বসব দুজন বাদাম নিয়ে হাতে।”
‿︵‿︵‿︵‿︵‿︵‿︵‿️‿︵‿︵‿︵‿︵‿︵‿

হিন্দি শায়েরী বাংলায় লেখা

“কেমন করে জানলে তুমি আমার মনের কথা ? নামলে সন্ধ্যা আসব আবার তােমার সাথে হেথা।।”
 ‿︵‿︵‿︵‿︵‿︵‿︵‿️‿︵‿︵‿︵‿︵‿︵‿

“লােকালয় ছেড়ে চলে না যাই গভীর নির্জনেতে ভরিয়ে দেব মনপ্রাণ তােমার লক্ষ চুম্বনেতে।”
‿︵‿︵‿︵‿︵‿︵‿︵‿️‿︵‿︵‿︵‿︵‿︵‿

বাংলা শায়েরী sms

“এখনই যদি গােপন বুঝে হয় তােমার আমার মিলন। ফুলশয্যার রাতে অত তুমি পাবে না শিহরণ।”
‿︵‿︵‿︵‿︵‿︵‿︵‿️‿︵‿︵‿︵‿︵‿︵‿

“কলঙ্কের কালি যেমন মেলেছে আকাশের চাঁদ আমার গায়ে দিল কালি তােমার প্রেমের ফাঁদ।”
‿︵‿︵‿︵‿︵‿︵‿︵‿️‿︵‿︵‿︵‿︵‿︵‿

ব্রেকআপ সাইরি বাংলা

“কাছে-পিঠে নেইকো গাে কেউ, এসাে করি আলিঙ্গন। অধরে অধর রাখাে দাও সােহাগ চুম্বন।”
‿︵‿︵‿︵‿︵‿︵‿︵‿️‿︵‿︵‿︵‿︵‿︵‿

“রাগ-অনুরাগ মুছে দিয়ে এসাে প্রিয় কাছে। জানাে না কি কত মধু আমার বুকে জমে আছে?” 
‿︵‿︵‿︵‿︵‿︵‿︵‿️‿︵‿︵‿︵‿︵‿︵‿

বাংলা sad শায়েরি pic

তাকে না পাওয়ার কষ্টের থেকেও বড় কষ্ট
সে আমাকে কোনদিন বুঝতে চ করল না। 
‿︵‿︵‿︵‿︵‿︵‿︵‿️‿︵‿︵‿︵‿︵‿︵‿

সত্যিই ভালোবাসা কত অদ্ভুত
যাকে কোনোদিন চিনতাম না জানতাম না
আজ তার জন্যই এত কষ্ট হয়

एक टिप्पणी भेजें

0टिप्पणियाँ
एक टिप्पणी भेजें (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !